অরিজিৎ সিংহ বলিউডে এক দশক পার করলেন। তিনি ‘মার্ডার ২’ ছবিতে ‘ফির মহব্বত’ গানটির মাধ্যমে বলিউডে নেপথ্য গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১১ সালে ৮ জুলাই মুক্তি পেয়েছিল ইমরান হাশমি এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত সেই ছবি। এরপরে আর তাঁকে পিছনে ফিরে তাকাননি। একের পর এক সাফল্যের সিঁড়িতে চড়েছেন অরিজিৎ।

তাঁর অনুরাগীরা বলিউডে গায়কের এক যুগ পূর্তিতে উচ্ছ্বসিত। অরিজিৎকে ‘কিং’, ‘গড অব মিউজিক’ জাতীয় আখ্যা দিয়ে নেটমাধ্যম ভাসিয়েছেন তাঁরা। টুইটারেও ট্রেন্ডিং ‘#অরিজিৎসিংহ’। এই ১০ বছরের অনবরত আলোচনা অরিজিতের নানা কাজ নিয়ে। পেশাগত জীবনে গায়ক কী কী সাফল্য পেয়েছেন অনেকে সেই ফিরিস্তিও দিয়েছেন। রাতারাতি নতুন করে নেটমাধ্যমে জনপ্রিয় অরিজিৎ।
একাধিক পুরস্কার পেয়েছেন অরিজিৎ ১০ বছরের পেশাগত জীবনে। ২০১৯ সালে ‘পদ্মাবত’ ছবিতে ‘বিতে দিল’ গানটি জাতীয় পুরস্কার এনে দিয়েছে গায়কের ঝুলিতে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে এসে বলিউডের প্রথম সারির এই গায়ক। তবে সাফল্য ছুঁতে বেশ কিছু ধাপ পার করতে হয়েছিল অরিজিৎকে। সেই ধাপগুলির মধ্যে একটির নাম ‘ফেম গুরুকুল’। ২০০৫ সালে এই গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ। কিন্তু খুব বেশি দূর এগোতে পারেননি অরিজিৎ। ষষ্ঠ স্থান পেয়ে তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। তবে আজ সব অতীত। বলিউডে এক দশক পেরিয়েও সকলের ‘প্লে লিস্ট’-এ অরিজিতেরই রাজত্ব।