শ্রীজাতর প্রথম ছবিতে অভিনয় করতে চলেছেন তাঁরই ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচালক স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়। অগস্ট মাস থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। ছবির নামকরণ হয়েছে ‘মানবজমিন’।

ছবির প্রযোজক রানা সরকার বলেছেন, ‘একজন পরিচালকের চরিত্র। তাই সবার আগে সৃজিতের কথাই মাথায় এসেছিল। ওকে প্রস্তাব দিতেই ও রাজি হয়ে গেল এক কথায়।‘ অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে ছবির শ্যুট।
ফেসবুকে সৃজিত এবং শ্রীজাতর একটি ছবি দিয়েছেন রানা সরকার। সঙ্গে মজা করে লিখেছেন, ‘শ্রীজাতর ছবিতে একটা বিশেষ কাস্টিং লক হয়ে গেল হিরো-হিরোইন ফাইনাল হওয়ার আগেই।’
এই প্রথম নয়, সৃজিত এবং শ্রীজাত অতীতেও একসঙ্গে একাধিক কাজ করেছেন। ২০১৬ সালে সৃজিতের ‘জুলফিকার’ ছবিতে ত্রিভুবন গুপ্তের চরিত্রে দেখা গিয়েছিল কবিকে। এ বার চরিত্র বদলের পালা ঘটেছে। ক্যামেরার পিছনে থাকবেন শ্রীজাত, আর সামনে সৃজিত। এই প্রসঙ্গে রানা সরকার মজা করলেন, ‘তা হলে কি এ বার জুলফিকার-এর বদলা নেবেন কবি?’
সৃজিত-শ্রীজাত জুটির এই নতুন যুগলবন্দির খবরে নেটাগরিকরা উচ্ছ্বসিত। রানার পোস্টের মন্তব্য বাক্সে চোখ বোলালেই তা একদম স্পষ্ট হয়ে যাবে।
শ্রীজাতর ছবি তৈরির ইচ্ছা বহুদিনের। কবিতা এবং ছবির মধ্যে একটি অলিখিত বন্ধুত্ব আছে, তা তিনি মনে করেন। অবশেষে সেই ইচ্ছাপূরণের পথে হাঁটছেন তিনি। সঙ্গী হচ্ছেন বন্ধু সৃজিত সঙ্গে আরও অনেকে।