মদ কেন শুধু মানুষ খাবে ?? মদ খাওয়ার অধিকার কি শুধুই মানুষের ?? আজ্ঞে না !! আর পাঁচজন মদ প্রেমীদের মত দোকানে ঢুকলো একটি বাঁদর। নির্দিষ্ট জায়গা থেকে মদের বোতল বার করল সে এবং হঠাৎ করেই কোন দিকে না তাকিয়ে মদ খেতে শুরু করল সে।

এই বাঁদরের ভিডিও ইন্টারনেটে এখন ভাইরাল। মধ্যপ্রদেশের মন্ডলা জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, মদের দোকানে যেখানে মদের বোতল গুলো থাকে সেখানে চলে গেল একটি বাঁদর এবং সেইখান থেকে খুব সুন্দর ভাবে একটি মদের বোতল তুলে নিল সে। তারপর নিজের দাঁত দিয়ে খুব সহজেই খুলে ফেলল বোতলের ছিপি। ধীরে ধীরে বোতল থেকে সে মদ খাওয়া শুরু করলো।

বাঁদরের এই কান্ড দেখে তার বেশ মজা লাগল মদের দোকানের মালিকের। এই দেখে হাসতে হাসতে লুটোপুটি খেলেন তিনি। তিনি বাঁদরকে মদের সঙ্গে খাবার জন্য কয়েকটি বিস্কুটও ছুঁড়ে দিলেন। কিন্তু বাঁদর বিস্কুট খেতে রাজি নয়। সে এখন মদের প্রেমে হাবুডুবু খাচ্ছে।

এমন ঘটনা দেখে দোকানের বাইরে যে সমস্ত সাধারণ মানুষরা ছিল তারা অনেকেই সেটার ভিডিও করেন। তাদেরই একজন বলেছেন যে, সম্প্রতি দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়ে গিয়েছিল। বাঁদর সেটা চেটে খায় এবং তারপরই নাকি তার এত ভালো লেগে যায় সেই মদের নেশা যে সে দোকানের কাছেই ঘুরঘুর করতে থাকে এবং কোনভাবেই তাকে কিন্তু তাড়ানো যেত না। এরপরেই আজকের এই ঘটনা। ঘটনাটি চাঞ্চল্য যেমন ফেলেছে স্থানীয় এলাকায় তেমনি ভাইরাল হয়েছে নেট মাধ্যমেও।