পুজোয় যাতে ভীড় না হয় সেই দিকে সতর্ক সরকার। এদিকে সেই সরকারেরই এক মন্ত্রীর পুজো বলে পরিচিত শ্রীভূমির পুজোতে ঘটার শেষ নেই। মানুষকে আকর্ষণ করার সমস্ত আয়োজনই তারা করেছেন। সরকার যখন চাইছে প্যান্ডেলে, রাস্তায় কম ভীড় হোক, তখন রাজ্যেরই এক মন্ত্রী তার পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত। এমনকি মুখ্যমন্ত্রী নিজে সেই পুজোর উদ্বোধনে হাজির হবেন আজ বৃহস্পতিবার। এমনই খবর।
এবারে শ্রীভূমির পুজোর থীম কেদারনাথ। একইসাথে যেমন কলকাতায় বসে কেদারনাথ-এর রেপ্লিকার দর্শন করবে মানুষ। আবার কিছুটা হলেও স্মৃতি উসকে দেবে সুশান্ত সিং রাজপুতের সিনেমা কেদারনাথেরও।
বৃহস্পতিবার শ্রীভূমির পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন সন্ধ্যায় দেবীকে সাজানো হল সোনার গয়নায়। প্রায় ২৫ কেজি ওজনের সোনার গয়না পরানো হচ্ছে মাকে। দিন গয়না পরানোর সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পুজোর উদ্যোক্তা সুজিত বসু।
৪৮ তম বছরে শ্রীভূমির পুজোর থিম কেদারনাথ। এবার করোনাকে মাথায় রেখে ভার্চুয়ালের পথে হাঁটছে শ্রীভূমি। ঘরে বসেই প্রতিমা দর্শন করতে পারবেন। এছাড়াও পুজো মণ্ডপের আশেপাশে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। যাতে এক জায়গায় অযথা ভিড় না হয়।সুজিত বসু জানান, এবার মায়ের গহনা কেদারনাথ থিমের কথা মাথায় রেখে করা হয়েছে।
মানুষের মনে আকর্ষণ জাগিয়ে ভীড় না বাড়ানোর কি কৌশল তারা রপ্ত করে – এখন সেটাই দেখার।