বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর দাবিতে চলছে সরকরি কর্মচারীদের লাগাতার আন্দোলন। গতকাল সেই আন্দোলন ১৫তম দিনে পড়ে। আর এরই মধ্যে তিনজন সরকারি কর্মী আমরণ অনশন শুরু করে সরকারের ওপর চাপ বাড়িয়েছেন। ধর্মতলাতে যেখানে স্বচ্ছ নিয়োগ এবং চাকরির দাবিতে আন্দোলন চলছে, তার কিছু দূরেই সরকারি ক্রমতারীরাও আন্দোলন করছেন বকেয়া ডিএ মেটানোর দাবিতে।

বকেয়া ডিএ মেটানোর দাবিতে শুর হওয়া আন্দোলনের ঝাঁঝক্রমশ বাড়াচ্ছেন বিক্ষোভকারী সরকারি কর্মচারীরা। ধর্মচলায় শহিদ মিনারের পাদদেশে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অবস্থান করছেন সরকারি কর্মচারীরা। বিক্ষোভের ১৫তম দিনে গিয়ে সরকারের ওপর চাপ বাড়াতে চরম পদক্ষেপের পথে হাঁটলেন তিন সরকারি কর্মচারী। গতকাল তাঁরা আমরণ অনশন শুরু করেছেন।
এর আগে দুই সপ্তাহ ধরে সরকারি কর্মচারীরা প্রতীকী অনশন করেছেন। রিলে অনশনও করতে দেখা গিয়েছে সরকারি কর্মীদের। কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি কর্মচারীরা। এরই মধ্যে আমরণ অনশন শুরু তিন কর্মীর। প্রথমে দুই সরকারি কর্মচারীর অনশনে বসার কথা থাকলেও পরে তিনজন সরকারি কর্মচারী আমরণ অনশনে বসেন।
অনশনে বসা এক সরকারি কর্মচারী সংবাদ চ্যানেলকে বলেন, ‘সরকার আমাদের এই পদক্ষেপ করতে বাধ্য করেছে। যে দুই ন্যায্য মৌলিক অধিকারের দাবিতে আমরা আন্দোলন শুরু করি, সরকার তা মেনে নেয়নি। সরকার আমাদের দাবিতে কর্ণপাত করেনি বিগত ১৫ দিন ধরে। তাই আমরা বাধ্য হয়েছি। সরকার যাতে আমাদের দাবি মানে, এর জন্য আমাদের যতটা যেতে হবে আমরা যাব।’