চলতি মাসের শেষেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন মমতার দিল্লি সফর নিয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ।

সোমবার একটি টুইট করে মোদীকে খোঁচা দেন দিগ্বিজয়। টুইটে একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেন সেই কংগ্রেস নেতা। সেখানে দেখা যাচ্ছে উপরে লেখা, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছলেন।’ নীচে পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মমতা হাঁক দিচ্ছেন মোদীর উদ্দেশে, ‘দাদা ও….দাদা। তেলা হবে???’ টুইটে দিগ্বিজয় লেখেন ‘এবার তবে মমতা দিদির পালা।’

২০১৯-এর বিধানসভা নির্বাচনের আগে মোদীর মুখে প্রায়ই শোনা যেত বাংলায় ভোট প্রচারে এসে, ‘দিদি, ও দিদি, খেলা হবে?’ সেই একই ডাকে এবার মোদীকে খোঁচা দিলেন দিগ্বিজয়। শুধু ‘খেলা’র জায়গায় ‘তেলা’ লেখা রয়েছে সেখানে। বাংলায় বিপুল আসনে জেতার পরে সর্বভারতীয় রাজনীতিতেও মমতা হয়ে উঠেছেন বিজেপি বিরোধিতায় বড় মুখ। তিনি বার বার বলেছেন, সব বিরোধী দলগুলির এক হয়ে লড়াই করা উচিত বিজেপি-র বিরুদ্ধে। দিগ্বিজয়ের টুইটেও সেই এক যোগে বিরোধিতার সুরই উঠে আসছে।

সোমবার সংসদে বাদল অধিবেশন শুরুর আগে থেকেই মোদী সরকারকে আক্রমণ শুরু করেছে তৃণমূল পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে। সোমবার সাইকেলে চেপে সংসদে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল সাংসদরা। যদিও তাঁদের আটকে দেওয়া হয় সংসদের দরজায়। এই একের পর এক পদক্ষেপ থেকে পরিষ্কার, বাদল অধিবেশনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণের পথে হাঁটছে তারা।