লিয়োনেল মেসির ক্লাবের সাজঘরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি শোভা পাচ্ছে। বার্সেলোনার সাজঘরের দেওয়ালে টাঙানো হয়েছে রোনাল্ডোর ছবি। মেসি, বা রোনাল্ডো ভক্তরা অবাক হলেও এটাই করেছে বার্সেলোনা করোনা নিয়ে নিজের ফুটবলারদের সতর্ক করতে।

গত অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন রোনাল্ডো। তিনি অন্যতম তারকা খেলোয়া়ড়, যিনি আক্রান্ত হয়েছিলেন করোনায়।
স্পেনের সংবাদপত্র ‘এএস’ জানিয়েছে, বার্সেলোনা তাদের ফুটবলারদের বারবার মনে করিয়ে দিতে চাইছে, সবরকম সাবধানতা মেনে চললেও যে কেউ কোভিডে আক্রান্ত হতে পারেন যেকোনও সময়ে। মেসিরাও একদমই তার ব্যতিক্রম নন। তাই রোনাল্ডোর করোনা আক্রান্ত হওয়ার ছবি লাগিয়ে সতর্ক করা হচ্ছে মেসিদের।
করোনা হওয়ার জন্য মেসির মুখোমুখি হতে পারেননি রোনাল্ডো গত মরশুমে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর জুভেন্টাস। ওই ম্যাচে রোনাল্ডোর না থাকার পুরো সুবিধে নিয়ে নিয়েছিল বার্সা। তারা হারিয়েছিল জুভেন্টাসকে ২-০ ব্যবধানে। ওসুমানে ডেম্বেলে গোল করেছিলেন। পেনাল্টি থেকে বার্সার দ্বিতীয় গোল ছিল মেসির। বার্সার বিরুদ্ধে ফিরতি ম্যাচে সুস্থ হয়ে রোনাল্ডো মাঠে ফিরেছিলেন। তাঁর জোড়া গোলে জুভেন্টাস হারিয়েছিল মেসিদের ৩-০ ব্যবধানে। রোনাল্ডোর দুটি গোলই আসে পেনাল্টি থেকে।