ইউরো কাপে ইংল্যান্ড সমর্থকদের কুখ্যাত রূপ আরও একবার দেখা গেল। রবিবার ইউরো কাপের ফাইনালে হেরে যাওয়ার পর তারা নির্বিচারে মারধোর করল ইটালির সমর্থকদের।

ম্যাচের পর ওয়েম্বলির বাইরে কার্যত রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল। স্টেডিয়ামের যে গেট দিয়ে বেরোচ্ছিলেন ইটালীয়রা, তার পাশেই প্রচুর ইংরেজ সমর্থক জড়ো হয়েছিলেন। এক একজন করে সমর্থক বেরোচ্ছিলেন আর তাঁদের মাটিতে ফেলে পেটানো হচ্ছিল সেখানে। আবার ইটালির পতাকার উপরে থুতু ছেটানো হয় আর সঙ্গে ছিল অকথ্য গালিগালাজ।

কিছুক্ষণ পরে পুলিশ এসে সামাল দেয় সম্পূর্ণ ব্যপারটি। কিন্তু ততক্ষণে ইংরেজ সমর্থকদের ‘ভালবাসা’য় গুরুতর আহত হয়ে পড়েছেন প্রচুর সমর্থক। তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে সেখানকার পুলিশ। কিছু ইংরেজ সমর্থককেও ধরে নিয়ে যাওয়া হয়।

আরও তাণ্ডব অপেক্ষা করছিল মাঠের বাইরে। হারের হতাশায় এবং আক্রোশে সরকারি সম্পত্তি নষ্ট করা শুরু করেন কিছু ইংরেজ সমর্থক। রাস্তার ধারে দোকানপাট, গাড়ি সব কিছু ভাঙচুর করা হয়। বিয়ার এবং মদের বোতল আছাড় মেরে ভাঙা হয় রাস্তার মধ্যে। তার মধ্যে পৈশাচিক উল্লাস করতে থাকেন কিছু ইংরেজ সমর্থক।

শোনা গিয়েছে, ম্যাচের আগেও নাকি গোলমাল হয়েছে। হঠাৎই পুলিশকে ঠেলে সরিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়তে শুরু করেন অজস্র সমর্থক যারা টিকিটহীন। বিরাট পুলিশ বাহিনী এসে তাঁদের নিয়ন্ত্রণ করার আগেই অনেকে ভেতরে ঢুকে যান। প্রত্যেককে চিহ্নিত করে বের করা সম্ভব ছিল না।